আজ রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যৌতুকের টাকা না দেয়ায় শারীরিক নির্যাতন করে গৃহবধুকে হত্যা, থানায় মামলা নিতে গড়িমসি

যৌতুকের টাকা না দেয়ায়

যৌতুকের টাকা না দেয়ায়

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের গজারিয়া থানার রায় পাড়া এলাকায় গৃহবধু লিজাকে হত্যার অভিযোগ পিতা নুর মোহাম্মদের। শুক্রবার দিবাগত রাতে লিজার স্বামী , শাশুরী ও পরিবারের সদস্যরা মিলে নির্যাতনের পর তাকে হত্যা করে । ঘাতক আরশ মিয়ার পরিবার শুক্রবার রাতে পঞ্চাশ জন নিয়ে লিজার বাবার বাড়িতে দাওয়াত খেয়ে যায় ও পাচ লক্ষ্য টাকা যৌতুকের দাবী করে বলে যায় টাকা না দিলে আপনার মেয়েকে পাঠিয়ে দিব। বড় রায় পাড়া এলাকার মন্তাজ উদ্দিন ছেলে আরশ মিয়ার সাথে বছর খানেক আগে বিয়ে হয় সোনারগায়ের লিজার। এর পর থেকেই যৌতুকের টাকা দাবী করে আসছিল আরশ মিয়ার পরিবার। শনিবার সকালে লিজার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা শশুর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পান ঘরের ফ্যানের সাথে গলায় ফাস দেয়া নিথর মৃত দেহ। তখন তারা লিজার শরিরে স্পস্ট নির্যাতনের দাগ দেখতে পেয়ে এর প্রতবাদ করে। একপর্যায়ে লিজার ঘাতক স্বামী আরশ মিয়া ও তার পরিবারের লোকজন বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে তাদেরকে মারাত্বক ভাবে আহত করে। পরবর্তিতে পুলিশ আসলে লিজার স্বামী ও হামলাকারীরা পালিয়ে যায়। গজারিয়া থানার এস আই শ্যামল চন্দ্র নাথ লিজার মরদেহের সুরতহাল সম্পন্ন করে পোস্ট মর্টেমের জন্য মুন্সিগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ লিজার পরিবারের লোকদের বলেন ময়না তদন্তের রিপোট পেলে মামলা গ্রহন করা হবে। রবিবার বিকেলে পোস্ট মর্টেম শেষে লিজার পিতার বাড়ি সোনারগা থানার পিরোজপুর ইউনিয়নের নাগের পাড়া এলাকায় দাফন সম্পন্ন করেন। লিজার পরিবার ও এলাকাবাসীর দাবী এই হত্যার বিচার। ঘাতক আরশ মিয়া ও তার পরিবারকে দ্রত আইনের আওতায় এনে বিচার করার প্রত্যাশা।