আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা আ’লীগের প্রথম সভায় এমপি গাজীর যোগদান

যোগদান

না.গঞ্জ জেলা আ’লীগের প্রথম সভায় এমপি গাজীর যোগদান

যোগদান সংবাদচর্চা ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ  সভায় যোগ দিয়েছেন নারায়নগঞ্জ  ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী  বীরপ্রতীক।

১৫ জানুয়ারী সোমবার সকালে শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে  ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ৬৮ জন নেতা প্রথম সভায় উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় নির্বাচন সহ নানা বিষয় নিয়ে জেলা আওয়ামীলীগের প্রথম সভায় বিস্তর আলোচনা করা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতারা গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাবেন।

এছাড়াও জেলা আওয়ামীলীগের কমিটির প্রথম সভায় জানানো হয়েছে, আবদুর রশিদ নামে জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি হলেন আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি অ্যাডভোকেট আবদুর রশিদ ভূইয়া। এর আগে এ নামটি নিয়ে বিভ্রান্তি ছিল নেতাকর্মীদের কাছে।
সভায় সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে পরবর্তী সভায় এজেন্ডা এনে জেলা আওয়ামীলীগের সদস্য পদে রাখা হবে অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুকে।

সভা শুরুর আগে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কার্যালয়ের ভিতরে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। গীতাপাঠ করা হয়। সকল শহীদদের প্রতি শোক প্রস্তাব পালন করা হয়। এছাড়াও প্রয়াত আওয়ামীলীগ খাজা রহমত উল্লাহর প্রতি শোক প্রস্তাব করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো: শহীদ বাদলের সঞ্চালনায় কার্যকরী কমিটির প্রথম বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ- সভাপতি মেয়র ডা: সেলিনা হায়াত আইভী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, এড. আসাদুজ্জামান আসাদ, আরজু রহমান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ, আব্দুল কাদির, শিকদার গোলাম রসুল, আদিনাথ বসু, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম, ডা. আবু জাফর চৌধুরী বিরু ও ইকবাল পারভেজ, আইন বিষয়ক সম্পাদক এড. মাসুদ উর রউফ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক খলিল হাসান, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলমাছ ভূঁইয়া, দপ্তর সম্পাদক এম এ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. নুরুল হুদা, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মানজারী আলম (টুটুল), শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফেরদৌসী আলম নিলা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মো. নিজাম আলী, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, মীর সোহেল আলী, একেএম আবু সুফিয়ান, উপ দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ: মনিরুজ্জামান মনির, কার্যকরী সদস্য গাজী গোলাম দস্তগীর এমপি (বীর প্রতিক), এমদাদুল হক ভুঁইয়া, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, মাহবুবুল ইসলাম রাজন, মোশারফ হোসেন, হাজ্বী আমজাদ হোসেন, মো. মির্জা সোহেল, আবুল বাশার টুকু, মোহাম্মদ মতিউর রহমান, শওকত আলী, মাসুম রহমান, হালিম শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ডিলার, বিএম কামরুজ্জামান ফারুক, তোফাজ্জল হোসেন মোল্লা, শাহজাহান ভূঁইয়া, শাহজালাল মিয়া, হেলো সরকার, অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, মাহফুজুর রহমান কালাম, আব্দুর রশিদ, সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন সাজনু, মোহাম্মদ শহীদুল্লাহ, শীলা রাণী পাল, অ্যাডভোকেট ইসহাক, শামসুজ্জামান ভাষানী, মেজর (অব.) মশিউর রহমান, সাদেকুর রহমান, মজিবুর মন্ডল, ইউসুফ ভূইয়া।

স্পন্সরেড আর্টিকেলঃ