আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামাই খাবে আস্ত গরু !

সংবাদচর্চা রিপোর্ট:
বিয়েতে বরের জন্য কনে পক্ষের একটি বিশেষ আয়োজন সব সময়ে সবার নজর কাড়ে। এ আয়োজনের মাধ্যমে বরকে সম্মান জানানো হয়। বলছি, সাগরানার কথা। কেউ নানা রকম মাছ সাথে আস্ত মুরগি কেউ আবার পুরো খাসী জুড়ে দেন সাগরানার থালায়। তবে বন্দরে এবার আস্ত গরু দিয়ে সাগরানা’র প্লেট সাজিয়েছে কণে পক্ষ। যা দেখে অতিথিরা অবাক। আর বরপক্ষতো যারপরনাই খুশী।

সম্প্রতি বন্দরের একটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ে অনুষ্ঠানে আস্ত গরুর সাগরানাটি সাথে অনেকেই ছবি তুলতে দেখা গেছে। এই প্রথম নারায়ণগঞ্জের কোন বিয়েতে বরের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করা হয়েছে সাগরানা। কনের বাড়ির এই বিশেষ আয়োজন দেখতে অনেতেই উপস্থিত হয়। কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করেছে, আস্ত গরু কি জামাই খাবে। তবে মুরুব্বীরা জানান, সাগরানার খাবার বর ও তার বন্ধুরাই বেশী খান। সাথে যোগ দেন বোন জামাতা, বোনসহ আরও আত্মীয়স্বজন। তবে আস্ত গরু হওয়ায় এ খাবার অনেকেই খান বলে জানা গেছে।

এছাড়া আস্ত গরুর সাগরানার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোচনার সৃষ্টি করছে। জানা গেছে এই আস্ত গরুর সাগরানার বাবুর্চি ছিলেন বন্দরের জামাল বাবুর্চি। সাথে প্রধান কারিগর ছিলেন সিটু বাবুর্চি। ফেসবুকে সাগরানা নিয়ে একজন মন্তব্য করেছেন, অনেক বিয়েতে গিয়েছেন কিন্তু এই বিয়ের চমক তিনি ভুলবেন না। আরেকজন মন্তব্য করেছেন, তিনি হতবাক হয়েছেন, গরুর সাগরানা দেখার পর। বরের জন্য এই ঘটনা বিশেষত্ব হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ