আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যেখানে সরকারি দলের জনপ্রতিনিধি থাকে না সেখানে কাঙ্খিত উন্নয়ন হয় না: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

স্থানীয় সরকার নির্বাচনে যেখানে সরকারি দলের মেয়র চেয়ারম্যান মেম্বার থাকে না সেখানে কাঙ্খিত উন্নয়ন হয় না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি কাঞ্চন বাসীর উদ্দেশে বলেন, যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের যদি মেয়র নির্বাচন না করেন তাহলে সেখানে প্রত্যাশিত উন্নয়ন হয় না। মন্ত্রী তারাব পৌর সভা এবং কাঞ্চন পৌরসভার উন্নয়ন পার্থক্য তুলে ধরে বলেন, তারাবতে সরকারি দলে মেয়র আছে সেখানে উন্নয়ন করতে সিদ্ধান্তহীনতায় পড়তে হয় নাই। সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর কাঞ্চন পৌর সভায় বিরোধী দলের মেয়র থাকায় সেখানে উন্নয়ন করতে সিদ্ধান্তহীনতায় পড়তে হয়েছে।

মঙ্গলবার (২১ মে) কাঞ্চন পৌর সভার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আগামী কাঞ্চন পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ উন্নয়ন এবং গণতন্ত্রে বিশ্বাসী । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচন অবাদ নিরপেক্ষ হচ্ছে। বিএনপি জামায়াত ভোট নিয়ে নাটক করছে। আমার বিশ্বাস কাঞ্চন বাসি এবার আর ভুল করবে না। তারা উন্নয়নের পক্ষে নৌকার প্রার্থীকে ভোট দেবে।

মন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম এখানে কোন জঙ্গি মাদক সন্ত্রাসীর স্থান নেই। প্রত্যেকটা মুসলমান কে রোজার পবিত্রতা রক্ষা করতে হবে।

ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক এড.মফিজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, আওয়ামী লীগ নেতা মো: এমায়েত হোসেন, মতিউর রহমান আকন্দ,সালাউ‌দ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, কাঞ্চন পৌর যুবলীগ নেতা রফিক, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক শেখ ফ‌রিদ মাসুম, কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চ‌লিক শাখার সভাপ‌তি বেলা‌য়েত হো‌সেন, উপজেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার।

এছাড়া ইফতার পার্টি আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী।