আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যেখানে দুর্নীতি আছে, সেখানে উন্নয়ন নেই : এমপি গাজী

যেখানে দুর্নীতি আছে

যেখানে দুর্নীতি আছে

নবকুমার:

নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন , যেখানে দুর্নীতি আছে সেখানে উন্নয়ন নেই। বঙ্গবন্ধুর কন্যা সততার সাথে দায়িত্ব পালন করছে বলেই আজ দেশের এত উন্নয়ন হচ্ছে। রূপগঞ্জের চিত্র পাল্টে যাচ্ছে। তিনি রূপগঞ্জ বাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেউ যদি আমার নামে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব।যেখানে দুর্নীতি আছে

রবিবার ২৮ শে অক্টোবর  রূপগঞ্জ উপজেলার  ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের তৃতীয় তলার নতুন ভবনের নির্মাণ কাজ এবং শহীদ মিনারের  উদ্বোধন শেষে গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।

বিএনপি জামায়াতের দুশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াত জোট  রাষ্ট্রক্ষমতায় এসে কোন উন্নয়ন করে নাই। তারা নিজেদের পকেট ভারী করেছে। হাওয়া ভবনের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করছে। ওরা আবার ক্ষমতায় আসলে বাংলাদেশে  জঙ্গিবাদের উত্থান হবে।

জাতীয় ঐক্যের সমালোচনা করে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা রাষ্ট্র ক্ষমতায় যেতে জোট গঠন করছে। বাংলার জনগণ খুনিদের ভোট দেবে না।

রূপগঞ্জবাসির উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের গ্যাস দিয়েছে ,বিদ্যু’ দিয়েছি, মুড়াপাড়া কলেজ এবং পাইলট উচ্চ বিদ্যালয়কে  সরকারিকরণ হয়েছে। শীতলক্ষ্যা সেতু, ভুলতা ফ্লাইওভারের নিমাণ হয়েছে। উন্নয়ন আরো হবে।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে রূপগঞ্জ বাসিকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী।

রূপগঞ্জ  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি সৈয়দা ফেরদৌসী আলম নীলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, জেলা পরিষদের সদস্য শ্রীমতী শীলা রাণী পাল, ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার,সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুস সাদেক সরকার,  রূপগঞ্জ ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান কে.এম রেজাউল করিম মাঞ্জুর,আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন মেম্বার, জুয়েল মাস্টার, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোতাহার হোসেন নাদীম,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি  মুশফিকুর রহমান রিপন প্রমুখ।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ