আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুব মহিলা লীগ কর্মী আশার মৃত্যুতে এড. সুইটির শোক


  
নিজস্ব প্রতিবেদক:

যুব মহিলা লীগের এক সময়ের রাজ পথের লড়াকু সৈনিক আয়শা আক্তার আশা আর নেই। গতকাল বিকেল ৫ টা ৩০ মিনিটে চানমারি নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন) তিনি।তার পারিবারিক সূত্রে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের নির্দেশ নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহবায়ক সুইটি ইয়াসমিন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার বিকেলে তিনি চানমারি বাসভবনে ইন্তেকাল করেন। পরলোক গমনের পূর্বে তার বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর পরিবারের প্রতি শোকবার্তা ও সমবেদনা জানিয়েছেন  মহানগর যুব মহিলা লীগের আহবায়ক সুইটি ইয়াসমিন। তিনি তাঁর ছোট ৫ বছরের শিশু সন্তানকে বুকে আগলিয়ে মায়ের স্নেহ দিয়ে আদর করেন।