নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বন্দর থানা ইউনিটের সভাপতি আমির হোসেনকে আজ বুধবার সকাল ১১টায় বন্দর খেয়া ঘাটের সামনে থেকে বন্দর থানা পুলিশ গ্রেফতার করেছে।বিনা ওয়ারেন্ট ও বিনা অপরাধে আমির হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবী করেছেন বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
প্রতিবাদ বার্তায় বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার বলেন বিএনপিকে সমর্থন করাই এখন দেশবাসীর সবচেয়ে বড় অপরাধ।একদিকে দূর্নীতির সাজা মওকুফ হয়,ফাসির আসামী রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত হয়ে যায়।আরেকদিকে বিএনপির নেতাকর্মী ভৌতিক মামলায় জেলে যাচ্ছে।এক দেশে দুই আইন চলতে পারে না।
বন্দর থানা ইউনিটের সভাপতি আমির হোসেনকে বিনা ওয়ারেন্ট ও বিনা অপরাধে আমির হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলেরআহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম,রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান, আলী নওশাদ তুষার,বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।