নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ অক্টোবর শুক্রবার। দিনটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করেছে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা। একই সাথে দলটির নেতাকর্মীরা জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি দ্রুত ঘোষণা হবে সেটাই প্রত্যাশা করছেন দিনটিকে ঘিরে।
মহানগর যুবদলের নেতাকর্মীরা সকাল ১০টায় যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে, শান্তির প্রতীক পায়রা উড়াবে এবং আনন্দ র্যালি করবে। এ উপলক্ষে দলের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নিউজ নারায়ণগঞ্জকে জানান, দলের পক্ষ থেকে সকালে পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও আনন্দ র্যালি করবো আমরা। আমাদের নেতাকর্মীরা বিগত বছরগুলোতেও উৎসাহ উদ্দীপনার সাথে দিনটি পালন করেছে এবারও করবে।
এদিকে জেলা যুবদলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সহ কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবে দলটি এমনটাই জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের কমিটি হবার পর থেকেই দলের নেতাকর্মীদের দেখা গেছে দলের সকল কর্মসূচীতে সক্রিয় থাকতে। আন্দোলন, সংগ্রাম সহ স্বাভাবিক কর্মসূচীতেও রাজপথে পুলিশের নির্যাতনের শিকার হয়েও রাজপথেই থেকেছেন দলটির নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বর্তমান নেতৃত্ব সহ ডজনখানেক নেতা দলের নতুন কমিটির জন্য মুখিয়ে রয়েছেন। জেলা ও মহানগর যুবদলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়াতে নেতাকর্মীরা কিছুটা ঝিমিয়ে পড়লেও দায়িত্বে থাকা নেতারা তাদের সবসময় চাঙ্গা রেখেছেন। সর্বশেষ দলের প্রধান বেগম খালেদা জিয়া বিদেশ থেকে ফেরার সময়ও জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের দেখা গেছে রাজপথে সক্রিয়।
এদিকে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বাণী ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন এবং মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তারা এদিনে নতুন করে শপথ নিয়ে দলের প্রধান বেগম খালেদা জিয়ার নির্দেশে আগামী দিনে গণতন্ত্র ফেরানোর সকল আন্দোলনে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।