বন্দর প্রতিনিধি:
বন্দরে মাসুদ (২০) নামে এক হতাশাগ্রস্থ যুবক কিটনাশক সেবন করে আত্মহত্যা করেছে। গত ১৬ জুলাই সোমবার সন্ধ্যা ৬টায় বন্দর উপজেলার কাইনালী ভিটাস্থ তার নিজ বাড়ীতে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে নিহতের জেঠাত ভাই আল আমিন বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
জানা গেছে, বন্দর উপজেলার কাইনালীভিটা এলাকার মৃত জাকির হোসেন মিয়ার ছেলে মাসুদ মিয়া ২ মাস যাবত হতাশগ্রস্থ ভাবে জীবন যাপন করছে।
এর ধারাবাহিকতায় ১৬ জুলাই সোমবার সন্ধ্যা ৬টায় মাসুদ মনের ক্ষোভে তার নিজ বাড়ীতে কিটনাশক পান করে।
সন্ধ্যা ৭টায় হতাশাগ্রস্থ যুবকের মা ছবুরা খাতুন কাজ শেষে বাড়ী ফিরে দেখে তার ছেলে বিষ পান করে কাতরাতে দেখে চিৎকার দেন।
পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় মাসুদকে উদ্ধার করে মদনপুর দি বারাকা হাসপাতালে প্রেরণ করে।
পরবর্তীতে দি-বারাকা হাসপাতাল কর্তৃপক্ষ ঢামেক হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মৃত্যু বরণ করে।