আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুগের চিন্তার ৩ জনের বিরুদ্ধে সংবাদচর্চার পাল্টা জিডি

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের প্রচার শীর্ষ দৈনিক সংবাদচর্চা’র বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় যুগের চিন্তা’র তিনজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। গতকাল করা জিডিতে উল্লেখ করা হয়, বিবাদি যুগের চিন্তা’র প্রকাশক ও সম্পাদক আবু আল মোরছালিন বাবলা, নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী, সহকারী সম্পাদক শেখ মাকসুদুর রহমান যোগ সাজসে ২৫ আগস্ট যুগের চিন্তা ২৪ ডট কম ও ২৬ আগস্ট দৈনিক যুগের চিন্তা পত্রিকায় একটি সংবাদে নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদচর্চা পত্রিকা নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেছে। রিপোর্টে লেখা হয়েছে, ‘সংবাদ চর্চা কোন মিশন বাস্তবায়নের জন্যই উদ্ভট ঐ সংবাদটি প্রকাশ করেছে।’ তাদের এ কথায় বুঝা যায় তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছে। তাদের এমন কর্মে আমরা শঙ্কিত।

কেননা ২০১৫ সালের ১ মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় যুগের চিন্তার পত্রিকা’র একজন সাংবাদিক ওমর আলীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে মামলা হয়। মামলা নম্বর ০২। ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামীর জবানবন্দীতে উঠে আসে যে সে যুগের চিন্তার প্রকাশক ও সম্পাদক মোরসালিন বাবলার সাথে পরিচয় সুবাদে যুগের চিন্তায় যোগ দেয় এবং যুগের চিন্তার কালার করায় ও বেচাকেনা বেড়ে যায়। সে আরও জানায় ইসলামী ছাত্র শিবিরকে বেগবান করতে সে কাজ করে। জামায়াত ইসলামীর কথায় ওমর আলী বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে লিপ্ত ছিলো। ওমর আলীর এ জবানবন্দি ও সংবাদচর্চা নিয়ে যুগের চিন্তায় প্রকাশিত সংবাদ নিয়ে আমি শঙ্কিত । আমার ধারণা যেহুতু যুগের চিন্তার সাংবাদিক শিবির ও জামায়ত সংশ্লিষ্টায় অতীতে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়েছে অপরদিকে দৈনিক সংবাদচর্চা স্বাধীনতার স্বপক্ষের শক্তি। জিডিতে বলা হয়, বিবাদিরা যে কোন সময়ে সংবাদচর্চার সম্পাদক, বার্তা সম্পাদকসহ কর্মরত সাংবাদিকদের নানা রকম ক্ষয়ক্ষতি করতে পারে ধারণা করা হচ্ছে। ২৬ আগস্ট এ জিডি করেন দৈনিক সংবাদচর্চার স্টাফ রিপোর্টার মাইনুল হাসান রোমান। জিডি নম্বর – ৮১০।

জিডিতে বলা হয়, স্বাধীনতা বিরোধীরা বর্তমান সরকার, দেশ প্রেমিক পুলিশ প্রশাসন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে পরিচিত বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপর ক্ষ্যাপা রয়েছে। এ কারনে ২৬ আগস্ট সাধারণ ডায়েরী করা হয়েছে।

শুক্রবার বিকেলে দেওভোগ মাদ্রাসা এলাকায় এক অনুষ্ঠানে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেনের উপস্থিতিতে আর্দশ নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রবীন সাংবাদিক ইকবাল হোসাইন বলেন, ‘শাকিল হত্যার বিচার চাই আল্লাহর কাছে আর প্রশাসনের কাছে। শুধু একটা কথা বলতে চাই। যুগের চিন্তা পত্রিকাটি আমার সহকর্মী ছোট ভাই মোরছালিন বাবলার। কিন্তু সেই পত্রিকায় ভুল সংবাদ ছাপানো হয়েছে। এটা তো সাংবাদিকতা নয়। এটা হলুদ সাংবাদিকতা।’ এ নিয়ে শনিবার দৈনিক সংবাদচর্চায় ‘যুগের চিন্তায় হলুদ সাংবাদিক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ সংবাদের প্রেক্ষিতে গতকাল ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি তিনজনের নাম উল্লেখ করে জিডি করে যুগের চিন্তা’র নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী।
এ প্রসঙ্গে দৈনিক সংবাদচর্চার বার্তা সম্পাদক আনোয়ার হাসান জানান, একজন সংগঠকের বক্তব্যের প্রেক্ষিতে যথেষ্ট তথ্য প্রমান হাতে পেয়ে আমরা সংবাদ প্রকাশ করেছি। এ ঘটনায় অপর একটি পত্রিকার একজন পদধারীর জিডি করা হাস্যকর। আমার কাছে মনে হয় তিনি না বুঝে অথবা পূর্বের কোন ঘটনায় ক্ষিপ্ত হয়ে হিংসাত্মক মনোভাব নিয়ে এ কাজ করেছেন।

দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মো. মুন্না খাঁন জানান, আমাদের রিপোর্টার সভাস্থলে উপস্থিত ছিলেন। ইকবাল হোসাইন যা বক্তব্য দিয়েছে তা-ই সংবাদ আকারে প্রকাশ হয়েছে। এমন বস্তুনিষ্ঠ সংবাদের প্রেক্ষিতে জিডি করায় আমরা বিষ্মিত।

তিনি আরও জানান, গত ৩০ জুন পর্যন্ত যুগের চিন্তার বার্তা সম্পাদক এর দায়িত্ব ছেড়ে দিয়ে ১ জুলাই থেকে দৈনিক সংবাদচর্চা পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগ দেন আনোয়ার হাসান। তার এই কর্মস্থল পরিবর্তনের পর থেকে নানা অপপ্রচার চালাচ্ছে ওই পত্রিকাটি। তবে কোন কুট কৌশল দৈনিক সংবাদচর্চার অগ্রগতি থামাতে পারবে না।

সর্বশেষ সংবাদ