আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ চারজন এবং ডেনভারে অপর এক বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। দুই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে হাসপাতালে ঢুকে এক ব্যক্তি গুলি করা শুরু করে। এতে এক পুলিশ কর্মকর্তা, একজন চিকিৎসক ও আরেকজন নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী। সন্ধ্যা নাগাদ হাসপাতালটিকে নিরাপদ ঘোষণা করা হয় এবং সেখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

অপর হামলায় কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে ডেনভারের হোটেল-রেস্তোরাঁ ও উঁচু অট্টালিকাবহুল লো ডো নামক জায়গায় এই হামলার ঘটনা ঘটে।

চলতি বছরে সর্বমোট ৪৯ হাজার সহিংসতার ঘটনায় ১২ হাজার ৫০২ জন মার্কিন নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে জানা যায়। সহিংসতা নিয়ে কাজ করা একটি গবেষণা প্রতিষ্ঠান ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ এমন তথ্য দিয়েছে।