আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যাকে গনায় ধরি না তার মামলার আসামী আমি-শামীম ওসমান

সংবাদচর্চা রিপোর্ট
হকার সংঘর্ষের ২২ মাস পর মেয়র সেলিনা হায়াৎ আইভীর দায়ের হওয়া মামলা নিয়ে শামীম ওসমানের প্রশ্ন, ২২ মাস পর কেনো লাফালাফি। তিনি বলেছেন, আমি এখানে আসামী হিসাবে বক্তব্য রাখছি। যাকে গনায় ধরি না তার মামলার আসামী আমি। আমি তার নাম উচ্চারণ করতে চাই না, সামনে দেখা হবে। আসামী করা হয়েছে পোড় খাওয়া ত্যাগী নেতাদের। দল ক্ষমতায় না থাকলে নারায়ণগঞ্জের রাস্তায় চারা বাসতো, এমন ক্ষমতা নেতাদের অাছে। গরীবের সঙ্গে নেতাদের মারপিট হয়, এমনটা আমার জানা নেই।

শনিবার ফতুল্লা থানা অাওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জসীম ভাই, কাদির অাইভীর বোন জামাই বাধা দিলো। আইভীকে হত্যার উদ্দেশ্যে গেলেতো বাধা দেবার কথা না। উপুরী চুপরী মারলো, আত্মরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল বের করলো। কিন্তু গুলি করে নাই, সেই পিস্তলটিও ছিনিয়ে নেয়া হলো।

শামীম ওসমান আরও বলেন, সুইটদের মতো নেতাদের রক্তের উপর দাড়িয়ে অাজ বাংলাদেশ সরকার ক্ষমতায়, সেটা মনে রাখতে হবে। সেই সুইটের ভাই নিয়াজুল অাজ মামলার প্রধান আসামী। বিস্তারিত আসছে…