আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যত বড় শক্তিশালী হোক না কেন অভিযান অব্যাহত থাকবে: এসপি হারুন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও অবৈধ বালু উত্তোলন- এসবের বিরুদ্ধে অভিযান চলছে এবং সেটা অব্যাহত থাকবে। যখন অভিযান চলবে এতে সবাই খুশি হয় না। কেউ না কেউ ঘটনার শিকার হবে। সবাইকে খুশি করা সম্ভব না। আমাদের পুলিশের চাকরিটা এমনই, সবাইকে খুশি করা যায় না। আমাদের অভিযান অব্যাহত থাকবে, সেটা যে যত বড় শক্তিশালী হোক না কেন।’

গণমাধ্যমকে পুলিশ সুপার এসব কথা বলেন। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ জরুরী সভায় পুলিশ সুপার হারুন অর রশিদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, স্লোগান তো কতকিছুই হতে পারে তবে আমি জানি না।