আজ রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যতদিন পাট থাকবে তত দিন ব্যবসায়ীরা থাকবে: আরজু ভুইয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া বলেছেন, পাট ব্যবসায়ীদের জন্য নারায়ণগঞ্জ বেচে আছে। সামনে আরো মাথা উঁচু করে বিশ্বের ধরবারে বেচে থাকবে। যত দিন পাট বেচে থাকবে ততদিন পাট ব্যবসায়ীরা বেঁচে থাকবে। পাট শ্রমিক কর্মচারি মালিকদের মাঝে আলোরন সৃষ্টি করবে। এখানকার পাট ব্যবসায়ীদের কোন ব্যাংকে ক্রাফট নাই। তারা প্রত্যেকে যার যার পুজি নিয়ে ব্যবসা করেন।

শনিবার সকালে শহরের বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) আফজাল হোসেন মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আঞ্চলিক জোনের কাঁচাপাট রপ্তানীকারক ও সরবরাহকারীদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরজু ভূইয়া বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে প্রাচ্যের ড্যান্ডি। এখান থেকে সারা বিশ্বে পাট রপ্তানি হয়েছে। ২০২৪ সালে পদ্মাসেতু হওয়ার পর পাট ব্যবসায়ীদের ভাগ্য খুলে যাবে। অতিদ্রুত গতিতে দেশের বিভিন্ন প্রান্তে পাট পৌছে যাবে। এতে করে আগামীতে পাট ব্যবসায়ী আরো বাড়বে। পাট ব্যবসায়ীরা জেগে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী পাট পরিবারে সন্তান।

তিনি বলেন, আমাদের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বীর প্রতীক পাট রপ্তানী যেন বন্ধ না হয় তার জন্য রপ্তানী নিষেধাজ্ঞা উঠান নি। তিনি পাটের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ২১% জিপি বৃদ্ধি করে উন্নয়নের প্রমাণ করেছেন মন্ত্রী গাজী। আগামীতে আমারা রপ্তানি কারকদেরকে আমরা স্বর্ণ পদক দিবো। এ জন্য সকলের সহযোগিতা চাই।

এসময় সেরা পাট রপ্তানি কারক হিসাবে তিনি ক্রেস্টতুলেন দেন মের্সাস আলমগীর কবিরকে।  এছাড়াও তাসফিয়া জুট ট্রের্ডাস কতুবউদ্দিন, নারায়ণগঞ্জ এরিয়া সেরা কাঁচা পাট রপ্তানি কারক মের্সাস ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স’র মালিক গনেস চন্দ্র সাহাকে, মেসার্স এয়ার এম জুট বেলীং লিয়াকত আলী,কুমিল্লা জুট ট্রেডার্স শহীদুল্লাহ সরকারকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন তিনি ।

পরে তারা জাতীয় পাট দিবস উপলক্ষে শহরের র‌্যালি বের করে । র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে বাংলাদেশ জুট এসোসিয়েশনের কার্যালয় এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বিজেএ মহাসচিব আবদুল কাইয়ুম, বাইস চেয়ারম্যান কতুবউদ্দিন, পাট অধিদপ্তর সহকারি পরিচালক তরিকুল ইসলাম তালুকদার বিজেএ নির্বাহী সদস্য নুর হোসেন, তোফাজ্জাল হোসেন, লিয়াকত হোসেন, খন্দকার আলমগীর কবির প্রমুখ।