আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের ছড়াছড়ি

ময়মনসিংহ-১

ময়মনসিংহ-১
নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের জেলার (হালুয়াঘাট-ধোবাউড়া ) উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ সংসদীয় আসন। দুই উপজেলার মোট-১৯ টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত হয় ।এর মধ্যে হালুয়াঘাট ইউপজেলা – ১২ টি,ধোবাউড়া-৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি । গারো পাহাড়ের পাদ দেশে অবস্থিত এই জনপদে মুসলিম ,হিন্দু,গারো বাইন,হুদি,হাজং ও ক্ষুদ্র নূ-গোষ্ঠী সম্প্রদায়ের বসবাস । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকার হাল ধরতে চাচ্ছেন একাদিক প্রার্থী । অন্যদিকে সাংগঠণিক দুর্বলতা কাটিয়ে সংগঠিত হয়ে আসনটি পূনরুদ্ধারের চেষ্টা করছে বিএনপি।
স্বাধীনতার পর এ আসন টিতে আওয়ামী লীগ-৫, বিএনপি-২ ও জাতীয় পার্টি -১ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন । প্রয়াত অ্যাডভোকেট প্রমোদ মানকিন আওয়ামী লীগের চার বার নির্বাচিত হন । সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যূর পর আসনটি শূন্য হয়ে পড়ে । ২০১৬ সালে মৃত্যুর পর উপ নির্বাচনে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের ক্লিন ইমেজ ধরে রাখার চেষ্টাও করছেন তিনি ।এ নির্বাচনী এলাকায় প্রকাশ্যে আওয়ামী লীগের দলীয় কোন্দল না থাকলেও প্রার্থী রয়েছেন একাধিক। এ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ খান। দীর্ঘদিন ধরে দলের মনোনয়ন প্রত্যাশী এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে ব্যানার-ফ্যাস্টুনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনোয়ার হোসেন। হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ প্রতিবারের ন্যায় এবারও মনোনয়ন চাইবেন বলে জানান। মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন আওয়ামী পর্যটন লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কৈচাপুর ইউপি চেয়ারম্যান জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর। আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী রানা। দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে ব্যানার-ফ্যাস্টুনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কানাডা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক কবিরুর ইসলাম কবির। অন্যদিকে পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলা সাবেক চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মৃধার ছোট ভাই উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মৃধা দলীয় মনোনয়ন চাইবেন । দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠ চষে বেড়াচ্ছেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন। বিএনপিতে গ্রুপিং থাকলেও মাঠে রয়েছেন চার শক্তিশালী প্রার্থী। হালুয়াঘাট-ধোবাউড়া নির্বাচনী এলাকায় রাজনৈতিক মামলা হামলা না থাকলেও নিজেদের ঘর গোছাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। বিএনপির অনেক নেতাই মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে বিএনপি। কিন্তু দলীয় কোন্দলের কারণে বারবার বিএনপি এই আসনটি ধরে রাখতে ব্যর্থ হয়। বর্তমানে মনোনয় প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন চেয়ে দলকে শক্তিশালী করতে তৃণমূলে কাজ করছেন। প্রার্থীরা বলছেন দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবেন। বর্তমানে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খান।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তিনি নিয়মিত অংশগ্রহণ করছেন। তৃণমূলে জনগণের কাছে রয়েছে তার গ্রহণযোগ্যতা। অন্যদিকে আরেক শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর। বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল। তিনি বিভিন্ন কর্মসুচির মধ্য নির্বাচনের প্রচারনা চালিয়ে যাচ্ছেন ।

অন্যদিকে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হলেও এখানে দলটির অবস্থান একেবারে নাজেহাল । এই দুই উপজেলাতে এক সময় শক্তিশালী অবস্থান ছিল দলটির। সঠিক নেতৃত্বের অভাবে দলটির অবস্থান প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এখানে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন হালুয়াঘাট উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদুল ইসলাম পাপ্পু এবং ধোবাউড়া উপজেলা থেকে জাতীয় পার্টির আহ্বায়ক ও প্রভাষক সুলতান মামুন রতন।সুলতান মামুন রতন কে জাতীয় পার্টির মনোনয়ন দিলে দলের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে লড়বেন এমনটাই মনে করছেন জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী হিসেবে এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন ময়মনসিংহ জেলা উত্তর ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সভাপতি হুমায়ুন আব্দুল্লাহ আল-হাদী।
অনেক নেতাকর্মীই মনে করেন বিএনপি এবার আওয়ামী লীগকে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইবে এই আসনটি যেন ধরে রাখতে পারে।এ আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৭৭ হাজার ১৯৮ জন।

স্পন্সরেড আর্টিকেলঃ