আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের পৃথক ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন আত্মহত্যা করেছে।

নিজেস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ফুলপুর ও মুক্তাগাছা উপজেলায় পৃথক ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন আত্মহত্যা করেছে।
ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি এলাকায় এসএসসি পরীক্ষায় ফেল করে রশিতে ঝুঁলে মনি আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের মেয়ে। মনি উপজেলার ইসবপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।
অন্যদিকে মুক্তাগাছা উপজেলায় দুই ছেলের পিটুনি দেয়ায় অপমান সইতে না পেরে আব্দুল বাতেন (৬২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
আজ(গতকাল) সকাল ১১টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের আতরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার আতরের মোড় এলাকায় আব্দুল বাতেন সম্প্রতি তার স্ত্রীকে তালাক দেন। এতে ক্ষুব্ধ হন তার ছেলে মো. সারোয়ার ও মো. আনোয়ার। এক পর্যায়ে দুই সহোদর মিলে চড়াও হয় বাবার ওপর।
পরে রবিবার সকালে তারা তাদের বাবা বাতেনকে বেধড়ক পিটিয়ে আহত করে। এই অপমান সইতে না পেরে বৃদ্ধ নিজ বাড়িতেই বিষপান করেন। স্থানীয়রা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলী আহমদ মোল্লা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি তদন্ত চলছে।