ফতুল্লা প্রতিনিধি:
ফতুল্লার বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মাদ আলীর কারিশমায় ৬ লাখ টাকা বদলে ৬৮ লাখ ৮৯ হাজার টাকা চুরির অভিযোগে তার প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদ আলীর মালিকাধিন প্যারাডইস ট্রাবেলস এবং ফতুল্লা রি-রোলিং মিলসের এডমিন প্রশাসন ম্যানেজার সোহেল কর্তৃক ৬৮ লক্ষ ৮৯ হাজার টাকা আত্মসাত ও চুরির মামলা হয়েছে। এই মামলায় সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার বিবাদী সোহেল জানান, তার কাছে প্রতিষ্ঠানের পাওনা রয়েছে ৬ লাখ টাকা।
এ মামলার অভিযোগে জানা যায়, ফতুল্লা রি-রোলিং মিলস ও ঢাকা প্যারাডাইস ট্রাভেলস থেকে বিভিন্ন দফায়সহ গত ১৫ মে মাসে মো. সোহেল ৬৮ লক্ষ ৮৯ হাজার ৬ শ’ ৪১ টাকা আত্মসাত ও চুরি করে নিয়ে গেছে। এছাড়া একটি দামী ল্যাপটপও চুরি করে নেয়। যার মূল্য ৭৫ হাজার টাকা। এর হিসেব না দিয়ে আত্মগোপন করে থাকে সোহেল। এই ঘটনার ২মাস পরে গত ২৬ জুলাই ফতুল্লা মডেল থানায় মৃত সাহেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করলে পুলিশ সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে।
সোহেল ঢাকা জেলার ডেমরা থানাধীন মধ্যপাড়া এলাকার হাজী বাবুল সিকদারের ছেলে।
এ ব্যাপারে সোহেল জানান, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তার কাছে মাত্র ৬লক্ষ টাকা পাবেন ঐ প্রতিষ্ঠানের মালিক।