আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোস্তাফিজের রেকর্ড

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছেন টাইগাররা।

এ ম্যাচে অনন্য রেকর্ড গড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্বের ২৭তম এবং দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি।

৪৮ উইকেট নিয়ে সিরিজ শুরু করেন মোস্তাফিজ। প্রথম দুই ম্যাচে ১ উইকেট নেয়ায় অপেক্ষা বাড়ে তার। সবশেষ ম্যাচে ২ উইকেট নিয়ে তা ছাড়িয়ে যান তিনি।

বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ের কাইল জার্ভিসকে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে উইকেটের হাফসেঞ্চুরি পূরণ করেন ফিজ। পরে লোভুকে বোল্ড করে তা ছাড়িয়ে যান তিনি।

মোস্তাফিজ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। এর আগে এ কৃতিত্ব দেখান সাকিব আল হাসান। ৯১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি।

কাটার মাস্টার ৩৩ ম্যাচে ৫০ উইকেট শিকার করেছেন। সময়ের হিসেবে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এতসংখ্যক উইকেট নিয়েছেন তিনি। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে শীর্ষে লংকান স্পিনার অজন্তা মেন্ডিস।

৩১ ম্যাচে ৫০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও আফগানিস্তানের রশিদ খান।