তুহিন মোল্লা,রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নুরুজ্জামান খাঁনের স্ত্রী সেলিনা খানুম ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে——-রাজিউন। গতকাল সোমবার দুপুরে পূর্বগ্রাম নিজ বাসভবনের সামনে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, স্বামীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোসাম্মৎ সেলিনা খানুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নারায়ণগঞ্জ-১ ও ২ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বি এন পির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিঃ শেখ সাইফুল ইসলাম সহ সর্বদলীয় নেতাকর্মী।