আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোসাদ্দেক হোসেন রাফাতের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জের গন্ধর্বপুর(হাজী বাড়ি) গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির হোসেন সাহেবের ছোট ছেলে (MIST) কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র মোসাদ্দেক হোসেন রাফাত এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । মঙ্গলবার ২২ জানুয়ারি মোসাদ্দেক হোসেন রাফাতের আন্তার শান্তি কামনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি সপরিবারে ওমরাহ পালন করে আসার পর ২২ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাইকে কাঁদিয়ে অতি অল্পবয়সেই (২১) পৃথিবীর মায়া ছেড়ে সে চলে যান না ফেরার দেশে। তাঁর মৃত্যুর পর তার শিক্ষা প্রতিষ্ঠান ও তাঁর জন্ম ভূমি গন্ধর্বপুর এলাকায় শুরু হয় শোকের মাতম। কেউ যেন তার এ অকাল মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেনা। পরিবারের দুই ভাই ও দুই বোনের মধ্যে রাফাত ছিল তৃতীয়। সে ছিল তাঁর কলেজের ও পরিবারের কাছে প্রিয় মুখ। সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী। তাঁর অনেক স্বপ্ন ছিল এ পৃথিবীতে বেঁচে থাকবার। তাঁর মা-বাবার অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে। সে ছিল সদা হাস্যজ্জ্বল একটি ছেলে। তার কথাবার্তা ও মুখের হাসিটা ছিল অসাধারণ। তাঁর কথাবার্তা ও আচরণ সবাইকে মুগ্ধ করছে। সে ছিলো সবার প্রিয়। তিনি এখন সবার মাঝে স্মৃতি হয়ে রয়েছেন।