আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোগরাপাড়ায় নতুন মেরুকরণ

সংবাদচর্চা রিপোর্ট:

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা শাহ মো. সোহাগ রনি।

শুক্রবার ( ১৩ মে) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়। এছাড়া দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। তিনি দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়া এ নিয়ে নতুন মেরুকরণ শুরু হয়েছে। বাড়ছে কোন্দল। সোনারগাঁয়ের নেতাদের মধ্যে গ্রুপিং লক্ষ্য করা যাচ্ছে। থাকতে পারে বিদ্রোহী প্রার্থী। সুত্রের খবর রনিকে তলে তলে জাতীয়পার্টির কিছু নেতা সাপোর্ট করছে। সাবেক এমপি কায়সার হাসনাতের অনুসারি হিসেবে পরিচিত বাবু। গেল সংসদ নির্বাচনে শুরুতে এমপি খোকার বিপক্ষে ছিলেন বাবু। রাজনৈতিক সচেতন মহলের মতে , মোগরাপাড়া ইউপি নির্বাচনের প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়তে পারে। বাবু সমর্থকরা জানান, রনি নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে বহু অভিযোগ। ধর্ষণ মামলার আসামি হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে সে সাক্ষ্য দেয়নি। তারপরও দল তাকে কিভাবে নৌকা দিলো । অপরদিকে রনি দলীয় মনোনয়ন পাওয়ার পর তার সমর্থকরা উল্লাস করে।

উল্লেখ্য আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। কে জিতবে তা দেখার অপেক্ষা।