আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়র আইভীর উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

মেয়র

মেয়র আইভীর উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনমেয়র

সংবাদচর্চা ডেস্ক:

নারায়নগঞ্জ  সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার কর্মীদের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের  তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিমউদ্দিন হায়দারকে প্রধান করে উক্ত কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির অপর দুইজন সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, র‌্যাব-১১ এর সহকারি পরিচালক বাবুল আক্তার। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবারের সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনায় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বডিগার্ড শফিকুল ইসলাম সদর মডেল থানায় একটি জিডি দায়ের করেছেন। অপরদিকে অস্ত্র বের করে গণধোলাইয়ের শিকার হওয়া নিয়াজুলও মারধরের সময় তার লাইসেন্স করা পিস্তলটি খোয়া গেছে বলে সদর মডেল থানায় অভিযোগ করেছেন।