নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় তারাবো পৌরসভার ২নং ওয়ার্ড অাওয়ামীলীগের উদ্যোগে অালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন দেশকে স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার তনয়া জননেত্রী শেখ হাসিনা। তাই আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন ,তিনি যেনো এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারে।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভা অাওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, অাওয়ামীলীগ নেতা রফিক উদ্দিন, হাবিবুর রহমান হাবিব ও অাব্দুল মান্নান ভুঁইয়া, তারাবো পৌরসভার কাউন্সিলর অানোয়ার হোসেন, যুবলীগ নেতা ছারোয়ার হোসেন রাছেলসহ অনেকে।