আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজার উপজেলার দুটি পৌরসভায় মেয়র পদে আ.লীগ সমর্থিত প্রার্থী সুন্দর আলী ও হালিম শিকদার বিজয়ী হয়েছে।
বুধবার ২৫ জুলাই আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন যারা তারা হলেন আড়াইহাজার পৌরসভায় ১নং সংরক্ষিত আসনে কাউন্সিলর রাশিদা আক্তার (আনারস) প্রতীক, ২নং ওয়ার্ডে রীনা বেগম (চশমা) প্রতীক, ৩ নং ওয়ার্ডের শামসুন নাহার (বলপেন) প্রতীক। ১নং ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে বিজয়ী মমিনুল ইসলাম শুভ (ডালিম) প্রতীক, ২নং ওয়ার্ডে অহিজদ্দিন ভূঁইয়া (উটপাখি) প্রতীক, ৩নং ওয়ার্ডে রাশেদুজ্জামান (পানিরবোতল) প্রতীক, ৪নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বীতা শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস, ৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন (টেবিল ল্যাম্প) প্রতীক, ৬নং ওয়ার্ডে বশির উল্লাহ (পাঞ্জাবী) প্রতীক, ৭নং ওয়ার্ডে হাতেমালী (উটপাখি) প্রতীক, ৮নং ওয়ার্ডে জাকির হোসেন (উটপাখি) প্রতীক ও ৯নং ওয়ার্ডে সাদেকুর রহমান ( টেবিল ল্যাম্প) প্রতীক।
গোপালদী পৌরসভায় ১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে কাউন্সিলর বিজয়ী হয়েছেন আছমা আক্তার (চশমা) প্রতীক, ২নং ওয়ার্ডে সুফিয়া আক্তার (আনারস) প্রতীক, ৩নং ওয়ার্ডে শাহীদা বেগম (বলপেন) প্রতীক। ১নং ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আক্তার হোসেন (পাঞ্জাবী) প্রতীক, ২নং ওয়ার্ডে রাজু আহমেদ বাছেদ (ব্রিজ) প্রতীক, ৩নং ওয়ার্ডে গোলজার হোসেন ভূঁইয়া (উটপাখি) প্রতীক, ৪নং ওয়ার্ডে হারিছুল হক (উটপাখি) প্রতীক, ৫নং ওয়ার্ডে মিনাজ হাজু (ডালিম) প্রতীক, ৬নং ওয়ার্ডে শাহনেওয়াজ মোল্লা (উটপাখি) প্রতীক, ৭নং ওয়ার্ডে জয়নাল আবেদীন (পানিরবোতল) প্রতীক, ৮নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (পানির বোতল) প্রতীক ও ৯নং ওয়ার্ডে আলী আজগর (পাঞ্জাবী) প্রতীক।