আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়র এবং উপজেলা চেয়ারম্যানকে মন্ত্রী গাজীর আল্টিমেটাম

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক  পৌর বাসীর উদ্দেশে বলেছেন, আমি এমপির হওয়ার পরে ১০ বছর যাবত তারাব পৌরসভায় জনগণের উপর কোন কর ধার্য করা হয় নাই। জনগণকে কর মুক্ত রাখা হয়েছে। আমি ভোটের রাজনীতি করি । যেখানে ভোট বেশি সেখানে উন্নয়ন বেশি হয়েছে।

মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, তারাব পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু একটি জয়গায় আমরা উন্নয়ন ধরে রাখতে পারছি না। সেটা হলো জলাবদ্ধতা। গত বছর পৌর সভা এবং উপজেলা পরিষদ মিলে যৌথ ভাবে খাল খনন করা হয়েছিলো । সেই খাল পুনরায় ভরাট হয়ে গেছে। আমি বলতে চাই তারার পৌর সভার মেয়র হাছিনা গাজী এবং উপজেলা চেয়ারম্যান শাহজাহান সাহেবকে আপনারা যত দ্রুত সম্ভব তারাব পৌর সভার সকল খাল খননের কাজ শুরু করেন। জনগণকে জলাবদ্ধতা থেকে মুক্ত করেন । আপনারা যদি খাল খনন না করেন তাহলে আমি অন্য পথে হাটব। আমার ক্ষমতা অনুযায়ী খাল খনন শুরু করে দেব। আমি আর জনগণের কষ্ট সইতে পারছি না। জনগণ আমাদের ভোট দিয়েছে । তারা সুখে শান্তি বসবাস করতে চায় । আর তাদের সুখ শান্তি নিশ্চিত করার দায়িত্ব জনপ্রতিনিধিদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম,তারাব পৌর সভার সকল কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মীরা।