নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: জাহাঙ্গীর আলমকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক করায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে পৃথক পৃথকভাবে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছাকালে আরও উপস্থিত ছিলেন-কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, শফিকুল ইসলাম লিটন, হাজী নূর ইসলাম, হাজী আনোয়ার হোসেন, ইকবাল হাবিব, আবু হাসনাত শান্ত, মহানগর যুবলীগ নেতা কায়কোবাদ রুবেল, জুনায়েদ প্রমুখ।