আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মেলা পরিদর্শনে মন্ত্রী গাজী

আজ ৬ মার্চ চতুর্থ জাতীয় পাট দিবস । এ উপলক্ষে রাজধানীতে চারদিনব্যাপী বহুমুখী পাট মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এসময় উপস্থিত ছিলেন  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া , তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, পাট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সওদাগর মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলা ঘুরে দেখেন।  এছাড়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মেলায় আগত ক্রেতা বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেছেন।

 

স্পন্সরেড আর্টিকেলঃ