আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৃত অবস্থায় মিলল সেই বিষধর রাসেল ভাইপার

ফরিদপুর প্রতিনিধি :গত মঙ্গলবার খালাশীডাঙ্গী গ্রামের এক মুগক্ষেত থেকে চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) টি  ধরা হয়। পরে চরভদ্রাসন উপজেলার বন বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দীন (ফরেস্টার) ও তাঁর অফিস কর্মচারী প্রাণ গোপাল লোকালয়ের কাছেই পানিতে ছেড়ে দেন। এর এক ঘণ্টা পর চন্দ্রবোড়াটি আবার নদীপাড়ে ফিরে এলে উদ্বেগ দেখা দেয় এলাকাবাসীর মধ্যে।

আজ শুক্রবার সকালে প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটিকে বৃহস্পতিবার ফরিদপুর চরভদ্রাসনের গোপালপুর ফেরিঘাট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণে  নদীর পাড়ে মৃত অবস্থায় দেখা গেছে। নদীতে গোসল করতে আসা কামারডাঙ্গী গ্রামের সাফিয়া বেগম জানান, সাপটি মরে যাওয়ায় গ্রামের মানুষ স্বস্তি পেয়েছে। তিনি বলেন, ‘সাপটি ফিরে আসায় ভয় পাইছিলাম মইরা গেছে ভালো হইছে।’