আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মৃত্যুর সাথে বয়সের কোন সম্পর্ক নেই – রাব্বী মিয়া

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আর কয়েকদিন পরেই আমার বয়স ৫০ হয়ে যাবে। কিন্তু আমি এখনোও অনুভব করি যে আমি ইউনিভার্সিটির একজন ছাত্র। আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ রোগ-বালাইয়ের থেকে একটু ভালো আছি। আর ঠিক তাই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। নিজের স্বাস্থ্যর প্রতি সচেতন হতে হবে।

রোববার (৭ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন স্বাস্থ্য সেবার প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সিভিল সার্জনের আয়জনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাব্বী মিয়া আরও বলেন, মৃত্যুর সাথে বয়সের কোন সম্পর্ক নেই। যার মৃত্যু যখন হবার কথা সে তখনই মৃত্যুবরণ করবে। স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা এ বিষয়টা অনুভব করি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো স্বাস্থ্যর পিছনে আমরা বাজেট রাখি না। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের কোন নির্দিষ্ট পরিকল্পনা নাই। এরকম হলে চলবে না। অন্য সব জিনিসের মধ্যে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই নিজের স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখতে হবে। আপনার স্বাস্থ্য ঠিক থাকলে আপনার নিজের কাছেই অন্যরকম অনূভুতি হবে। যতই বয়স বাড়তে থাকুক না কেন আপনি নিজেকে শক্তিশালি অনুভব করবেন। আর তাই সকলেই নিজেদের স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখবেন। কারণ স্বাস্থ্য ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: আসাদুজ্জামান, গোপনীয় ট্রেজারী সহকারী কমিশনার মো: উজ্জল হোসেন, সহকারী কমিশনার আসমা সুলতানা নাসরিন সহ অন্যান্য কর্মকর্তারা।