আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণে এমপি গাজীকে ফুলের শুভেচ্ছা

মুড়াপাড়া পাইলট উচ্চ

মুড়াপাড়া পাইলট উচ্চ

নবকুমার

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজীর অক্লান্ত প্রচেষ্টায় গত বৃহষ্পতিবার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। স্কুল সরকারিকরণের  খবর পেয়ে বিদ্যালয়টির শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে আনন্দের হিমেল হওয়া বইছে।

গতকাল শুক্রবার রূপসী গাজী ভবনে মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর  গাজীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। তারা সবাই মিষ্টি মুখ করেছেন।

এসময় মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর মত কোন লোক উন্নয়ন করে নাই। সফিউল্লাহ এমপি হয়েছিলেন মতিন চৌধুরী মন্ত্রী হয়েছিলেন তারা নামে ছিলেন কাজে নয়। আগামী নির্বাচনে আমরা শিক্ষকরা গোলাম দস্তগীর গাজীর পক্ষে আছি এবং থাকব।

গোলাম দস্তগীর গাজী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমি যে ওয়াদা দিয়েছিলা তা পালন করছি। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আপনারা নৌকার পক্ষে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী।