নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজি, লুটপাট, হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের এর আওতাধিন ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাাদক সৈয়দ গোলাপ হোসেনকে বিএনপির সাধা দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গত ২১সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় দলটির সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের থেকে চাঁদাবাজি, লুটপাট, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে দলের কর্মকর্তারা। তাই তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।