আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় বীরপ্রতীক গাজী সেতু ও বৈশাখী মেলার মাঠ পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী মুড়াপাড়া বীর প্রতীক গাজী সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন । শুক্রবার বিকালে মন্ত্রী সেতু পরিদর্শন করেন। তিনি সেতুর চার দিকে ঘুরে দেখেছেন । নির্মান কাজে নিয়োজিত কর্মকর্তাদের সাথে মন্ত্রী কথা বলেছেন।

সেতু পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, সেতুর নির্মাণ কাজ শেষ । এখন চলছে রাস্তা নির্মাণের কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন সময় সেতুটির উদ্বোধন করবেন।

তিনি আরো জানান, বীর প্রতীক গাজী সেতু উদ্বোধন হলে ঢাকার সাথে রূপগঞ্জের যাতায়াত সহজ হবে। যানজট দূর হবে।

এছাড়া মন্ত্রী মুড়াপাড়া কলেজে বৈশাখী মেলার মাঠ পরিদর্শন করেছেন। আগামী রবিবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে মুড়াপাড়া কলেজ মাঠে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। মেলার সার্বিক প্রস্তুতি দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মান্নান মুন্সি, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আলামিন মাস্টার ,রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সোহেল ভূইয়া ,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রেহানা আক্তার,লাভলী মানিক, মেম্বার আলম, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা ,সাধারণ সম্পাদক ফেরদৌসী সহ অনেকে।