আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় ছাত্রলীগ নেতার খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের নিজস্ব অর্থায়নে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া কর্মহীন  দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ( ৩ মে ) বানিয়াদি , বলাইনগর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফালে আহমেদ আলমাছ।

প্রসঙ্গত করোনাভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জ । শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ২ জন।  সোনারগাঁ উপজেলাকে লকডাউন করা হয়েছে। সরকারী বেসরকার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাড়ছে খাদ্য সংকট। রূপগঞ্জ উপজেলাকে লকডাউন করা হয়েছে। সরকারী বেসরকার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাড়ছে খাদ্য সংকট।