নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে রনি মিয়া নামক এক যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা । রোববার ২৩ জুলাই বিকালে মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রনি মিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযোগ সুত্রে জানা গেছে সন্ত্রাসী সাব্বির হোসেন খোকা, রাসেল ভুঁইয়া, আরিফ, মফিজুল, মোশারফ, শাহাদাত হোসেন, বায়জিদ, কালা বায়জিদ, নূরা, আলমগীর হোসেন, রিটনসহ কয়েকজন সন্ত্রাসী মিলে রনির উপর হামলা করে। অভিযুক্তদের বাড়ি মুড়াপাড়া ইউনিয়নের মাঝিপাড়া,মীরকুটিরছেও, মাছিমপুর এলাকায়। আহত রনির পায়ে ও হাতে কাটার চিহ্ন রয়েছে।