আজ মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজিব বর্ষে, মুজিব আদর্শে এর মোড়ক উন্মোচন

সংবাদচর্চা রিপোর্ট: কবি সেলিম মিয়া (পুলিশ ইন্সপেক্টর) রচিত জীবন চরিত গ্রন্থ “মুজিব বর্ষে, মুজিব আদর্শে” এর মোড়ক উন্মোচন করেছেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । শনিবার ( ২১ নভেম্বর) সকালে রূপসী গাজী ভবনে মন্ত্রী এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন কবি সেলিম মিয়া (পুলিশ ইন্সপেক্টর), ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.আব্দুল আউয়াল মোল্লা, কবি আলম হোসেন, শিক্ষিকা উমা সহ অনেকে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একটি চক্র বঙ্গবন্ধুকে মেনে নিতে চায় না। তারা পাকিস্থানের রাজনীতিতে বিশ্বাসী। কবিতায় ,নাটকে, উপন্যাসের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন আদর্শ আরও বেশি করে তুলে ধরতে হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ