আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুজাহিদ কমিটির সমর্থন পেল বজলু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে ( চনপাড়া) সাধারণ সদস্য পদে মো: বজলুর রহমানকে সমর্থন দিয়েছে চনপাড়া মুজাহিদ কমিটির (চরমোনাই) নেতাকর্মীবৃন্দ। বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি ) চনপাড়ায় মুজাহিদ কমিটির উদ্যোগে মিলাদ ও আলোচনা সভায় তারা মো: বজলুর রহমানকে এ সমর্থনের কথা জানান। চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মোঃমোজ্জাফর হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আঃঅহিদ, ইমাম মোঃ মনির হোসেন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সর্দার, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি তারেক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান দ্বীন ইসলাম, ১নং ওয়াড আওয়ামী লীগের যুগ সাধারণ সম্পাদক মাসুদ পারবেজসহ অনেকে।

সভায় বজলুর রহমান বলেন, মুজাহিদ কমিটিকে সাথে নিয়ে আমার নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে চনপাড়াকে এগিয়ে নিয়ে যাব। চনপাড়ার উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকব । মুজাহিদ কমিটি আমাকে সমর্থন দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চনপাড়ায় কোনো উন্নয়ন বাদ যাবে না।

সর্বশেষ সংবাদ