আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুখ খোলেননি সেলিম ওসমান, কাদেরকে খোকার সমর্থন

নবকুমার:

জাতীয় পার্টির কাউন্সিলকে ঘিরে দলটির এমপি এবং নেতাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। বিশেষ করে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে কোন্দল সৃষ্টি হয়েছে। কে হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ? এ নিয়ে দলটিতে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির একটি অংশ জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে  চায়। অপর একটি অংশ রওশন এরশাদকে চায়। তবে জিএম কাদেরের পাল্লা ভারি হচ্ছে। দলটির একাধিক অধিকাংশ এমপি জিএম কাদেরের পক্ষে রয়েছে। রওশন এরশাদের পক্ষে রয়েছে গুটি কয়েক এমপি। তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান। এরশাদ মরার পর সেলিম ওসমান রওশন এরশাদকে সভাপতি করার জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ফাইল ছবি

এবার কাউন্সিলকে ঘিরে তার অবস্থান বুঝা যাচ্ছে না। তিনি এখন পর্যন্ত মুখ খোলেন নি। চেয়ারম্যান পদের জন্য মুখ খুলেছেন জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। তিনি জিএম কাদেরকে সমর্থন দিয়েছেন। তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান খোকা । তবে কাউন্সিলকে ঘিরে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির মধ্যেও বিভাজন দেখা দিয়েছে। সেখানে একাধিক গ্রুপ তৈরী হয়েছে। তার মধ্যে রয়েছে পারভীন ওসমানের গ্রুপ, সেলিম ওসমানের গ্রুপ, খোকার গ্রুপ, এরশাদের পালিত কন্যা অন্যন্যা মৌসুমীর গ্রুপ। তাদের মধ্যে ঐক্যের অভাব দেখা দিয়েছে। এবারের কাউন্সিলের উপর নির্ভর করছে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির আগামী সংসদ নির্বাচনের মনোনয়ন। জিএম কাদের চেয়ারম্যান হলে বাদ পড়তে পারেন সেলিম ওসমান । সুযোগ পেতে পারেন পারভীন ওসমান।  প্রসঙ্গত ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির ৯ কাউন্সিল অনুষ্ঠিত হবে ।

সর্বশেষ সংবাদ