আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কার্যালয়ের ভিত্তি প্রস্তর পরিদর্শন

মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা

 

মাজহারুল ইসলামঃনারায়নগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সামনে (৩১ ডিসেম্বর) রবিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনা পরিদর্শন করলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহীনুর ইসলাম।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমই এই প্রথম সোনারগাঁয়ে তার নিজের ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের জন্য অফিস তৈরি করার উদ্যোগ নিয়েছেন।ইতিমধ্যে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় নির্মানের জন্য ৫ লাখ টাকার চেকও প্রদান করেছেন ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমরা মুক্তিযুদ্ধ দেখিনি তবে ছাত্রজীবনে পাঠ্য বই থেকে শুরু করে বিভিন্ন ইতিহাস পড়ে জানতে পেরেছি জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কথা।ইঞ্জিঃমাসুম বলেন ১৯৭১ সালের ইতিহাস বাংলাদেশের জন্য,বাঙালী জাতীর জন্য যতটা-না শোকের তার চেয়ে বেশী আনন্দের,কারন শহীদ মুক্তিযোদ্ধারা আমাদের মাঝে তাদের জীবনের বিনীময়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার দিয়ে গেছেন।

আজ যে সকল মুক্তিযোদ্ধারা বেচে আছেন তাদের কল্যাণে কিছু দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো এবং শান্তি পাবে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্না,সম্মানিত হবে লাখো মা-বোনের ইজ্জতের বিনীময়ে অর্জিত বাংলাদেশ।খুব শীঘ্রই মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের কাজ বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ইঞ্জিঃমাসুদুর রহমান মাসুম।ইউএনও শাহীনুর ইসলাম বলেন মুক্তিযোদ্ধাদের কমান্ড অফিস তৈরি করলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুমকে মানুষ আজীবন বনে রাখবে,এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর ইসলামের সাথে তার সহধর্মিণী সোনারগাঁও লেডিসক্লাবের সভাপতি নুসরাত ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা,মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রধান,সরাফত উল্লাহ মাষ্টার, ফজলুল হক,মফিজুল ইসলাম,ফজলুল করিম,সফর আলী,হাজী শহীদুল্লাহ,সোনারগাঁও থানা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাসুম বিল্লাহ,সোনারগাঁও যুবলীগের যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,লুৎফর রহমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।