নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূণর্বাসন সোসাইটি নারায়ণগঞ্জ মহানগর ও সদর উপজেলা কমান্ড এর নেতৃবৃন্দ সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৮ জুলাই রোববার সকালে কমান্ডের নেতৃবৃন্দ প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নুরে আলম উপস্থিত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছায় মিলিত হন। এরপর কমান্ডের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার সাথে। এ সময় কাকতালীয় ভাবে সেখানে উপস্থিত সাক্ষাৎ হয়ে যায় নারায়ণগঞ্জ থেকে মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি এড. হোসনে আরা বাবলী’র সাথে। কমান্ডের উপস্থিত নেতৃবৃন্দ তখন এমপি বাবলীসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
কমান্ডের সভাপতি নুরে আলম আকন্দ এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা, সাইফুল্লাহ্ মাহমুদ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম ইমন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মঈনূল আবেদীন, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন, প্রচার সম্পাদক মো. লিটন হোসেন, মহিলা সম্পাদিকা মোসাম্মৎ তন্নি, সহ প্রকল্প সম্পাদক খাজা মামুন, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক মো. মিলন মিয়া, সহ মৎস ও কৃষি সম্পাদক মো. কামরুল ইসলাম, তথ্য ও গণসংযোগ সম্পাদক মো. হুমায়ূন ইসলাম, কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ্ রাসেল, প্রমুখ।