আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধার ছেলের নামে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন সরকারের ছেলে সৌরভ সরকার নামে অপপ্রচার করছে একটি কুচক্রী মহল। তারা একটি ভিক্তিহীন অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য ছাড়া ভুয়া তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে, সৌরভ সরকার নারায়ণগঞ্জ কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। তিনি বর্তমানে দেশের একটি সুনামধন্য কোম্পানিতে মাকেটিং বিভাগে কর্মরত আছেন। সৌরভ সরকারের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কোন অভিযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে সৌরভ সরকার বলেন, আমার পরিবারের সুনাম হেয় করতে উদ্দেশ্যে পূর্ণভাবে  মাদকে জড়িয়ে একটি ভিত্তিহীন অনলাইনে মনগড়া ভাবে বানোয়াট ও তথ্য প্রকাশ করেছে। এ ধরনের অনলাইন মানুষের সামাজিক মর্যাদা নষ্ট করতে মিশনে নামে। প্রশাসনের উচিত এ ধরনের অনলাইন বন্ধ করা।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের গণমাধ্যম চূড়ান্ত স্বাধীনতা ভোগ করছে। তবে এ কারনে যাতে অপরের স্বাধীনতা খর্ব না করে এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে নানা পদক্ষেপ নিচ্ছেন তিনি।