সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুড়াপাড়া বাজারে রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই প্রস্তুতি সভার আয়োজন করেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমার বাবা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। বীর মুক্তিযোদ্ধারা কখনো হারেনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। রূপগঞ্জের উন্নয়নের জন্য একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আমাদের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। সবাই তার সাথে থাকবেন। রূপগঞ্জের সব মুক্তিযোদ্ধা এক থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তি সমূহ এখন রূপগঞ্জকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে ,সবাই সতর্ক থাকবেন। তারা মুক্তিযুদ্ধের সময় বিদেশে থাকছে।