আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের গুরুত্ব ব্যাপক: এমপি গাজী

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণ মুক্ত সোনার বাংলা গড়তে শিক্ষকদের গুরুত্ব ব্যাপক বলে জানিয়েছেন নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

রবিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে রবিবার দুপুরে  রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সমাবেশ প্রধান অতিথির ভাষণে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী শিক্ষদের উদ্দেশ্যে বলেছেন,

১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে । ১৯৭৫ সালে বঙ্গবন্ধু কে স্বপরিবারে হতার পরে স্বাধীনতা বিরোধী শক্তি সমূহ বাঙালির হাজার বছরের প্রাণের ইতিহাসকে ধ্বংস করে দিয়েছিল। ভুল শিক্ষার মাধ্যমে কোন শিক্ষার্থী যেন ধর্মান্ধতা, জঙ্গীসহ অসামাজিক কর্মকান্ডে না জড়িয়ে পড়ে সে দিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষকদের বেতন বৃদ্ধি করে দিয়েছে।

রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন,বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ সহ খাবার বিতরণ করছে।রূপগঞ্জে উপজেলার প্রত্যেকটা স্কুল কলেজে সরকারি বরাদ্দের পাশা পাশি নিজের টাকা দিয়ে ভবণ নির্মাণ করে দিয়েছি। বিএনপি জামায়াতের কোন প্রকার ষড়যন্ত্রে পা না দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী  নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।

আলোচনা সভা শেষে  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নগদ অর্থ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জায়েদা আখতার, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, মাহমুদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মুন্সি, যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে।

স্পন্সরেড আর্টিকেলঃ