আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: এম এ রশিদ

বন্দর প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা কবি ও শিল্পী সমাবেশে মুক্তিযোদ্ধা সংবর্ধনা দিয়েছে। এতে প্রধান অতিথি ছিলে-বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশিদ।

দেউলী চৌরাপাড়া নজরুল মঞ্চে কবি কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবাদচর্চা সম্পাদক ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সাংবাদিক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ, জেলা স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিম, শহীদুল্লাহ মাস্টার, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, কবিয়াল সম্পাদক বাপ্পি সাহা, কবি সাদ্দাম মোহাম্মদ, ছড়াকার গাজী মুশফিকুর রহমান লিটন, মো. আবদুর রহমান, নাট্য পরিচালক সিরাজুল ইসলাম, শাহজাহান মোল্লা, আল আমিন, আওলাদ হোসেন, আবদুল লতিফ রানা, আবুল হোসেন, কবি আতাউর রহমান, বাহাউদ্দিন শাহ প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠ করেন, নুসাইবা কবির সামিয়া, সুমাইরা কবির নাবিলা, আবির রহমান, সালেহ আহমেদ, খাদিজা খানম পূর্শিয়া।

সংগীত পরিবেশন করেন- শ্রাবণী, ফাতেমা, সামিয়া খন্দকার, সোহাগী, সংগীতা রাণী সরকার, ফাতেমাতুজ্জোহুরা লিজা, প্রীতি, সাকিম আলী, ফজলুল হক খোকন, ইয়াসমিন, হুমায়ুন কবির ও বাবুল।

মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশিদ ভবিষ্যত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানিয়ে বলেন-আমরা যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ গ্রহণ করেছি এক সময় তাদের কেউ বেঁচে থাকবো না। এই দেশ একদিন মুক্তিযোদ্ধা শূন্য হয়ে যাবে। তখন সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস যাবে। তাই এখন থেকেই এই প্রজন্মের উচিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং ভবিষ্যত প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা।’

তিনি এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মুলের ওপর তাগিদ দেন। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর ও মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।