আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে উজ্জীবিত হতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাকিস্থানের হায়েনার দল বাঙালিদের উপর যে নির্যাতন করেছে তা আমরা ভুলি নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা দূর করতে হবে। আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম তা বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

শুক্রবার রাজধানীর বাংলা বাজার এলাকায় ঐতিহ্যবাহী বিউটি বোডিংয়ে ষটের দশক ও একাত্তরের সহযোদ্ধাদের মিলন মেলায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা গোপনে যুদ্ধ করেছি। আমাদের সহযোদ্ধাদের মধ্যে দেখা হতো কম। হঠাৎ করে মোনায়েম খান রবিন্দ্র সংগীত বন্ধ করে দেয়। তখন আমরা গোপনে রবীন্দ্র সংগীত শুনতাম। 

তিনি বলেন, বাঙালি সাংস্কৃতি বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। চলচ্চিত্রের কুপমন্ডুতা দূর করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফর হোসেন পল্টু, ঢাকা ৬ আসনের এমপি কাজী ফিরোজ রশিদ, ঢাকা ১১ আসনের এমপি একে.এম রহমত উল্লাহ, ঢাকা ১৭ আসনের এমপি নায়ক ফারুক, বীর মুক্তিযাদ্ধা জামাল খান, যুগ্ম সচিব জাফর উল্লাহ, সাবেক ডি. আই জি ফিরুজ কবির মুকুল।