আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্দুরকানী কলেজ জাতীয়করণ ঘোষণায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ

মিষ্টি বিতরণ

ইন্দুরকানী কলেজ জাতীয় করণের ঘোষণায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ
মিষ্টি বিতরণ

এস.ডি রিপন মাহমুদ 

পিরোজপুরের ইন্দুরকানী কলেজকে জাতীয় করণের ঘোষণায় দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইন্দুরকানী কলেজের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে শেষ হয়। র‌্যালীতে কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয়রা অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে কলেজ ক্যাম্পাসে গভর্ণিংবডির সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান সগির তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইন্দুরকানী কলেজের প্রতিষ্ঠাতা মোঃ ইকরামুল কবির মজনু, গভর্ণিংবডির সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ জসিম মীর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেনন

উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ, ইন্দুরকানী থানার ওসি মোঃ নাছির উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ‘লীগের সাধধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান , উপজেলা আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, আ’লীগ নেতা সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির প্রমুখ। এ সংক্রান্ত একটি চিঠি গত ১৭ জানুয়ারী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ জানুয়ারী শিক্ষা মন্ত্রনালয়ে পৌছেছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইন্দুরকানী কলেজের সহকারি অধ্যাপক (ইসলামিক স্ট্যাডিজ বিভাগ) মোঃ জাকারিয়া হোসেন। পরে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা তাজাম্মুল হোসাইন।