আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরপুরে মার্কেটে আগুন

রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনে মিলি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার বিকেল পাঁচটার দিকে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন।

পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিউটি অফিসার নাজমা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং পুরোপুরি নিভিয়ে ফেলতে ১৩টি ইউনিট সেখানে কাজ করছে। তিনি জানান, ১০তলা ভবনটির ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।