আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিজমিজিতে সিরাজুল হত্যায় ১০ আসামীর জামিন

গণপিটুনীতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজিতে বাক প্রতিবন্ধী সিরাজুল ইসলাম হত্যা মামলার ১০ আসামীকে জামিন দিয়েছেন নারায়নগঞ্জের একটি আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমানের আদালতে ওই ১০ আসামী উপস্থিত হয়ে জামিন প্রার্থণা করলে শুনানী শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

তারা হলেন,  আওয়ামী লীগ নেতা টাইগার ফারুক, মোটা কবির, মজিবর, বাদল মিয়া, মাঈন উদ্দিন, মো. রাসেল, মো. ফারুক মুন্সী, শাজাহান ওরফে বালু শাজাহান, মো. নজরুল ইসলাম ও শাহজালাল।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা জজ তাদালতের পাবলিক প্রসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন।

তিনি বলেন, এ মামলায় ৭৫ আসামীর মধ্যে ১০ আসামী উচ্চ অদালতে আগাম জামিনের জন্য গেলে উচ্চ আদালত তাদের ১০ দিনের মধ্যে নিম্ম আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদাণ করেন। ওই নির্দেশ অনুযায়ী আসামীরা আজ জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০ জুলাই সকালে সিদ্ধিরগেঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় বাক প্রতিবন্ধী সিরাজুল ইসলাম তার একমাত্র মেয়ে মঞ্জুকে দেখতে যান। ওই সময় স্থানীয় লোকজন তাকে ছেলে ধরা আখ্যা দিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে।

সর্বশেষ সংবাদ