অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করছে সিদ্ধিরগঞ্জে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজ মতিন সড়ক এলাকার বসুন্ধরা কয়েল কারখানার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জের মিজমিজি মতিন সড়ক এলাকার বসুন্ধরা কয়েল কারখানার পাশের রাস্তায় লাশটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে যায়। নিহত ওই যুবকের পরিচয় এখনো সনাক্ত করা যায় নি। বয়স আনুমানিক ২৫ বছর হবে। লাশের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ উপড়ানো রয়েছে। এবং বাম হাতের কব্জির ওপরে এবং নিচে দুটি কামড়ের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, যুবকটিকে অন্য কোথায় মেরে লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।