সংবাদচর্চা রিপোর্ট: করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ সামাল দিতে স্বাস্থ্যসম্মত মাস্ক নিয়ে তারাব পৌরবাসীর পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র হাছিনা গাজী। শনিবার ( ১৯ ডিসেম্বর) সকালে রূপসী শহীদ বকুল স্মৃতি সংসদ এলাকায় গাড়ী চালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী হাছিনা গাজী। বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি, বুয়েট শিক্ষক সমিতি ও গাজী গ্রুপের সহযোগিতায় মাস্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তারাব পৌরবাসীর উদ্দেশে মেয়র হাছিনা গাজী বলেন, করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাই মাস্ক পরুন। করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র ওষুধ মাস্ক । নিজে মাস্ক পরুন ,অপরকে মাস্ক পরতে উৎসাহিত করুন।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের শুরু থেকে আপনাদের পাশে ছিলাম । এখনও আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যা আমাকে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। মনে রাখবেন তারাব পৌরসভা আমাদের সবার। পৌরবাসী শান্তিতে বসবাস করুক এটাই আমার প্রত্যাশা । এই পৌরসভার উন্নয়নের জন্য গত ৫ বছর আমার চেষ্টা চালিয়েছি। রাস্তা-ঘাট, ই-সেবাসহ পৌর এলাকায় কি পরিমাণ উন্নয়ন করেছি সেটা আপনারাই ভালো করে বলতে পারবেন। সবাই উন্নয়নের পক্ষে থাকবেন। অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেবেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আবার আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করলে আমি তারাব পৌরসভাকে সিটি করপোরেশন করার চেষ্টা করব।