আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাসদাইরে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, শিক্ষককে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে হিফযুল কুরআন ক্যাডেট একাডেমী নামের একটি মাদরাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেনকে বেধড়কভাবে বেত্রাঘাতের অভিযোগে জিকরুল্লাহ নামের এক জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার ১২ ফেব্রুয়ারী দুপুরে মাদরাসার পরিচালনা পর্ষদ বৈঠকের মাধ্যমে ওই শিক্ষককে বহিস্কার করেন।

হিফযুল কুরআন ক্যাডেট একাডেমীর পরিচালক মো. ফরহাদ জানান, উচ্চ আদালতের নির্দেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে বেতের ব্যবহার নিষিদ্ধ। কিন্তু শিক্ষক জিকরুল্লাহ সেই নিষেধাজ্ঞা না মেনে শিক্ষার্থী জুবায়ের হোসেনকে বেধড়কভাবে পিটিয়েছিলেন। মঙ্গলবার আমরা অভিযুক্ত শিক্ষক ও নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবারকে নিয়ে বসেছিলাম। ওই ঘটনার জন্য ওই শিক্ষককে মাদরাসা থেকে বহিস্কার করা হয়েছে।